নিচের অপশন গুলা দেখুন
- দিলারা হাশেম
- সুফিয়া কামাল
- জীবনানন্দ দাশ
- নীলিমা ইব্রাহিম
বেগম সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯): কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী।
তিনি বাংলাদেশের জনগণের কাছে ‘জননী সাহসিকা’ অভিধায় অভিসিক্ত।
তিনি বেগম (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
তাঁর আরো কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- কেয়ার কাঁটা (১৯৩৭),
- মায়া কাজল (১৯৫১),
- মন ও জীবন (১৯৫৭),
- উদাত্ত পৃথিবী (১৯৬৪),
- অভিযাত্রিক (১৯৬৯) ইত্যাদি।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]