সঠিক উত্তর হচ্ছে: চন্দ্রগুপ্ত মৌর্য
ব্যাখ্যা: মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পুরুষ হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। তাঁর রাজত্বকাল খ্রিস্টপূর্ব ৩২২-২৯৮ অব্দ পর্যন্ত। প্রাচীন ভারতের প্রথম গুরুত্বপূর্ণ নৃপতি হিসেবে তাঁর আসন ইতিহাসে নির্দিষ্ট হয়ে আছে। চন্দ্রগুপ্ত মৌর্যই প্রাচীন ভারতে অখন্ড ঐক্যবদ্ধ রাজনৈতিক সাম্রাজ্য প্রতিষ্ঠার পথে প্রথম বড় ধরনের সফল পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর সময় থেকেই সর্বভারতীয় চিন্তা-চেতনার প্রসার ঘটে, মৌর্য শাসন ব্যবস্থার সূচনা হয়, বৌদ্ধ ধর্মের প্রচার-প্রসার বাড়তে থাকে, সামাজিক ক্ষেত্রে আর্য-অনার্যের পার্থক্য ক্রমেই ঘুঁচে যেতে শুরু করে এবং শিল্পসংস্কৃতির ক্ষেত্রেও গুণগত পরিবর্তনের সূচনা হয়। ভারতবর্ষের ইতিহাসে তাই মৌর্য যুগের গুরুত্ব যেমন অপরিসীম, তেমনি প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের অবদানও অনস্বীকার্য।উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর ইতিহাস (উন্মুক্ত) দ্বিতীয় পত্র বই।