সঠিক উত্তর হচ্ছে: তৎপুরুষ সমাস
ব্যাখ্যা: সপ্তমী তৎপুরুষ সমাস\nএরূপ- বাকপটু, গোলাভরা, তালকানা, অকালমৃত্যু, বিশ্ববিখ্যাত, ভোজনপটু, দানবীর, বাক্সবন্দী, বস্তাপচা, রাতকানা, মনমরা ইত্যাদি। সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো কোনো সময় ব্যাসবাক্যে পরপদ সমস্তপদের পূর্বে আসে। যেমন: পূর্বে ভূত= ভূতপূর্ব, পূর্বে অশ্রুত= অশ্রুতপূর্ব, পূর্বে অদৃষ্ট= অদৃষ্টপূর্ব।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]