সঠিক উত্তর হচ্ছে: ১৯২১
ব্যাখ্যা: আহমদ শরীফ (১৩ ফেব্রুয়ারি ১৯২১ - ২৪ ফেব্রুয়ারি ১৯৯৯) একজন বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনীষী এবং বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত বাংলা সাহিত্য ও সাংস্কৃতি পরিমণ্ডলের অন্যতম প্রতিভূ। \nগ্রন্থতালিকাঃ\nবিচিত চিন্তা\nস্বদেশ চিন্তা\nকালিক ভাবনা\nযুগ যন্ত্রণা\nবিশ শতকের বাঙালি\nস্বদেশ অন্বেষা\nমধ্যযুগের সাহিত্য সমাজ ও সংস্কৃতির রূপ\nবাংলার সুফি সাহিত্য\nবাঙালির চিন্তা-চেতনার বিবর্তন ধারা\nবাংলার বিপ্লবী পটভূমি\nএ শতকে আমাদের জীবনধারার রূপ রেখা\nনির্বাচিত প্রবন্ধ\nপ্রত্যয় ও প্রত্যাশা\nবাঙালি ও বাংলা সাহিত্য (দুই খণ্ড)