সঠিক উত্তর হচ্ছে: 8000 টাকা
ব্যাখ্যা: গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা__________________
\n\n? ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন— অ্যাকর্ড (Accord)।
\n\n? বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরী— ৮০০০ টাকা।
\n\n? বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশবান্ধব পোশাক কারখানা (গ্রিন ফ্যাক্টরি) রয়েছে— বাংলাদেশে।
\n\n? পরিবেশবান্ধব স্থাপনার মর্ত পরিপালন বিবেচনায় গার্মেন্টস শিল্পগুলোকে প্লাটিনাম, গোল্ড ও লিড সনদ দেয়— যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)।
\n\n? ইপিজেডে চালু শিল্পের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগপ্রাপ্ত শিল্প— পোশাক শিল্প।
\n\n? বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে— তৈরি পোশাক থেকে। সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে— যুক্তরাষ্ট্রে।
\n\n? বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ জিএসপি সুবিধা পায়— ৩১ ডিসেম্বর ২০০৪ সাল পর্যন্ত।
\n\n? বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর চুক্তি অনুযায়ী বাংলাদেশ কোটামুক্ত বিশ্বে প্রবেশ করে— ১ জানুয়ারি ২০০৫।
\n\n? যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে— ২৭ জুন ২০১৩ খ্রিস্টাব্দ থেকে।