সঠিক উত্তর হচ্ছে: 185
ব্যাখ্যা: ধরিত্রী সম্মেলন : 3-14 জুন, 1992 সালে পরিবেশ ও উন্নয়ন নিয়ে ব্রাজিলের রিওডিজেনেরিও তে বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় । এখানে ১৮৫ টি দেশের সাড়ে তিন হাজার প্রতিনিধি অংশ নেন। এখানকার গুরত্বপূর্ণ দিকগুলো ছিল Agenda-21, Rio-declaration on Environment and Development (পরিবেশ উন্নয়নে রিও ঘোষণা), বনাঞ্চল নীতিমালা, Convention on Cliamate Change (জলবায়ু পরিবর্তন সম্মেলন), Convention on Biological Diversity (জীববৈচিত্র্য সম্মেলন)|