সঠিক উত্তর হচ্ছে: আধারাধিকরণে সপ্তমী
ব্যাখ্যা: ”কলসটি কানায় কানায় পূর্ণ” - “কলসটি” আধারাধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
\n\nক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ \'এ\' \'য়\' \'তে\' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন -
\n\nআধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।
\n\nউদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে তবে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে।
\n\nতথ্যসূত্রঃবাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণি।)