সঠিক উত্তর হচ্ছে: দিনাজপুর
ব্যাখ্যা: কান্তজীর মন্দির দিনাজপুর জেলায় অবস্থিত আঠারো শতকের একটি স্থাপত্যশৈলী।
এ মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে। কান্তজীর মন্দিরের দেয়ালের গায়ে পোড়ামাটির অলঙ্করণে পৌরাণিক কাহিনী লিপিবদ্ধ রয়েছে।
মহারাজা প্রাণনাথ ১৭২২ সালে এ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং তার দত্তকপুত্র মহারাজা রামনাথ ১৭৫২ সালে এটির নির্মাণ কাজ সম্পন্ন করেন।
(সূত্র: বাংলাপিডিয়া)