সঠিক উত্তর হচ্ছে: এনক্রিপশন অ্যালগরিদম
ব্যাখ্যা: ডেটা এনক্রিপশনের প্রধান চারটি অংশঃ ১। প্লেইনটেক্সট (Plain Text) ২। সাইফারটেক্সট (Cipher-text) ৩। এনক্রিপশন অ্যালগরিদম (Encryption Algorithm) ৪। সিকিউরিটি কী বা কোড (Security key or Code) ? প্লেইনটেক্সট (Plain Text): এনক্রিপ্ট করার পূর্বের ডেটা যা পাঠ করা যায় তাকে প্লেইনটেক্সট বলে। ? সাইফারটেক্সট (Cipher-text): এনক্রিপ্ট করার পরের ডেটা যা পাঠ করা যায় না তাকে সাইফারটেক্সট বলে। ? এনক্রিপশন অ্যালগরিদম (Encryption Algorithm): যে গাণিতিক ফর্মুলার মাধ্যমে প্লেইনটেক্সট থেকে সাইফারটেক্সট আবার সাইফারটেক্সট থেকে প্লেইনটেক্সট এ রুপান্তর করা হয় তাকে এনক্রিপশন অ্যালগরিদম বলে। ? সিকিউরিটি কী বা কোড (Security key or Code): যে গোপন সংকেত বা কোডের মাধ্যমে ডেটা এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করা হয় তাকে সিকিউরিটি কী বা কোড।