সঠিক উত্তর হচ্ছে: সল্ট
ব্যাখ্যা: ১৯৯০ সালের দিকে নেপালের আন্তর্জাতিক পার্বত্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের যৌথ গবেষণায় স্লোপিং এগ্রিকালচার ল্যান্ড টেকনলজি বা সল্ট নামে পাহাড়ে চাষাবাদের একটি প্রযুক্তি উদ্ভাবন করা হয়। কিন্তু এ প্রযুক্তি চাষিদের মাঝে তেমন গ্রহণযোগ্যতা পায়নি।\n\n পরবর্তীতে ২০০১ সালে রামগড় পাহাড় অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানিরা মডার্ন এগ্রিকালচারাল টেকনলজি ইন দ্যা হিলস্ বা ম্যাথ নামে আরেকটি প্রযুক্তি উদ্ভাবন করেন।