সঠিক উত্তর হচ্ছে: বিশেষ্য
ব্যাখ্যা: বাংলা ভাষায় কিছু পদ আছে যা বিশেষ্য ও বিশেষণ উভয়রূপে বাক্যে ব্যবহৃত হতে পারে। যেমন- আপন ভালো সবাই চায়। বাক্যটিতে \'ভালো\' বিশেষ্য পদ। আবার, ভালো বাড়ি পাওয়া কঠিন- বাক্যটিতে \'ভালো\' বিশেষণ পদ।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)]