সঠিক উত্তর হচ্ছে: জায়গাটা নির্জন
ব্যাখ্যা: অর্থ অনুযায়ী বিবৃতিমূলক বাক্য দুই প্রকার।\nযথা: ১. ইতিবাচক/অস্তিবাচক\n২. নেতিবাচক\nঅস্তিবাচক: যে বাক্য দ্বারা হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করা হয়,তাকে হ্যাঁ বাচক বা অস্তিবাচক বাক্য বলে। যেমন: আমি লেখালেখি করি। সে স্কুলে যায়। ইত্যাদি\nনেতিবাচক: যে বাক্য দ্বারা না বোধক অর্থ প্রকাশ পায় তাকে নেতিবাচক বাক্য বলে। যেমন: আমি লেখালেখি করি না। সে স্কুলে যায় না। ইত্যাদি\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]