সঠিক উত্তর হচ্ছে: লালন সাঁই
ব্যাখ্যা: আমার ঘরখানায় কে বিরাজ করে\'- গানটির রচয়িতা লালন সাঁই। তিঁনি মূলত বাউল সাধক ও বাউল কবি। লালনের গান প্রথম সংগ্রহ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। লালন সাঁই রচিত আরো কয়েকটি বিখ্যাত গানের লাইন- \'খাঁচার ভেতর অচিন পাখি\', \'বাড়ির কাছে আরশি নগর\', \'আমার ঘরের চাবি পরের হাতে\', \'মিলন হবে কত দিনে\' ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]