সঠিক উত্তর হচ্ছে: 15 সেমি.
ব্যাখ্যা: ধরি , নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নিরেট লম্ব বৃত্তাকার চোঙ উভয়েরই ব্যাসার্ধ r সেমি. এবং শঙ্কুর উচ্চতা h সেমি.। যেহেতু, নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হল সুতরাং তাদের আয়তন সমান ।\n\n∴ 1/3 πr2h=πr2\nবা, h/3=5\nবা, h=15 \n∴ শঙ্কুটির উচ্চতা 15 সেমি. ।