নিচের অপশন গুলা দেখুন
- দ্বন্দ্ব
- উপমিত কর্মধারয়
- অব্যয়ীভাব
- বহুব্রীহি
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন:
- বিরুদ্ধ বাদ = প্রতিবাদ,
- পিতামহের পূর্ববর্তী = প্রপিতামহ,
- অক্ষির অগোচর = পরোক্ষ,
- আমিষের অভাব = নিরামিষ,
- বিরুদ্ধ কূল = প্রতিকূল।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।