সঠিক উত্তর হচ্ছে: প্রেমাংশুর রক্ত চাই
ব্যাখ্যা: কবি নির্মলেন্দু গুণের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো প্রেমাংশুর রক্ত চাই। এটি ১৯৭০ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের একটি বিখ্যাত কবিতা হলো \'হুলিয়া\'। না প্রেমিক না বিপ্লবী, মুজিব-লেনিন-ইন্দিরা এবং নিরঞ্জনের পৃথিবী যথাক্রমে ১৯৭২, ১৯৮৪ এবং ১৯৮৬ সালে প্রকাশিত হয়। (সূত্রঃ Hello BCS লেকচার)