সঠিক উত্তর হচ্ছে: কার্বন
ব্যাখ্যা: ? জারণ (Oxidation) ঃ যে বিক্রিয়ায় কোন পরমাণুর ইলেকট্রন দান ঘটে অর্থাৎ ঐ পরমাণুর ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় সেই বিক্রিয়াকে জারণ বিকিয়া বলে। যেমন-
\nFe²⁺ → Fe³⁺ + e⁻
\nNa⁰ → Na¹⁺+ e⁻
\n? বিজারণ : যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ ঘটে অর্থাৎ ঐ পরমাণুর ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় সেই বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলে। যেমন- \nCl⁰ + e⁻→ Cl⁻
\nCu²⁺ + e⁻→ Cu¹⁺
\n? জারক : অক্সিজেন, ব্রোমিন, ফ্লোরিন, নাইট্রিক এসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্লোরিন, আয়োডিন প্রভৃতি।
\n? বিজারক : কার্বন, হাইড্রোজেন প্রভৃতি।