সঠিক উত্তর হচ্ছে: সম্মান
ব্যাখ্যা: মুখ শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ:\n১. মুখ (বদন, আনন) : লঙ্কার রাজা রাবণের দশ মুখ।\n\n২. মুখ (প্রবেশ পথ) : একসময় তারা গুহা মুখে গিয়ে পৌছাল।\n(৭৮)\n\n৩. মুখ (সূচনা) : কাজের মুখে বাধা দিয়ো না।\n\n৪. মুখ ফোলানো (অভিমান) : মেয়েটি কথায় কথায় মুখ ফুলায়।\n৫. মুখ রাখা (মান রাখা) : এ ছেলে একদিন বংশের মুখ রাখবেই।