সঠিক উত্তর হচ্ছে: চরিত্রহীন
ব্যাখ্যা: চরিত্রহীন (১৯১৭) উপন্যাস প্রথমে ‘যমুনা’ পত্রিকায় কিছুটা প্রকাশিত হয়। উপন্যাস্যের উল্লেখযোগ্য চরিত্র - সতীশ, সাবিত্রী, দিবাকর ও কিরণময়ী। শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস। এর চারটি খন্ড। উল্লেখযোগ্য চরিত্র- শ্রীকান্ত, রাজলক্ষ্মী, অন্নদাদিদি, অভয়া, রোহিণী, কমললতা প্রমুখ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।