সঠিক উত্তর হচ্ছে: ৩৫০ টাকা
ব্যাখ্যা: ◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\nপ্রশ্নে ২৮০ দেয়া আছে যা দ্রব্যের ক্রয়মূল্য এখন ক্রয়মূল্য ২৮০ টাকা, \r\n\r\nতাহলে ১৫% লাভে বিক্রয়মূল্য হবে ২৮০ এর ১১৫% = ২৮০´ = ৩২২ টাকা।\r\n\r\nএখন এই ৩২২ টাকা হলো বিক্রয়মূল্য। কিন্তু উত্তর বের করতে বলা হয়েছে ধার্যমূল্য কত টাকা। \r\n\r\nলক্ষ্য করুন, ধার্যমূল্যের উপর ৮% কমিশন দেয়ায় ৩২২ টাকা দাম হয়েছে, তাহলে ধার্যমূল্যটি আরো বেশি ছিল। \r\n\r\n৯২% এর মান হচ্ছে = ৩২২ টাকা \r\n\r\nতাই ১% = ৩২২/৯২ টাকা। \r\n\r\n⁂ ১০০% = (৩২২ x ১০০)/৯২ = ৩৫০টাকা।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆