নিচের অপশন গুলা দেখুন
- মৃত্যু-ক্ষুধা
- চরিত্রহীন
- শ্রীকান্ত
- আরণ্যক
- শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চারখন্ডে সমাপ্ত একখানা আত্মজীবনীমূলক উপন্যাস।
- ভ্রমণ-কাহিনীর লক্ষণাক্রান্ত এ উপন্যাসটির প্রথম খন্ড প্রকাশিত হয় ১৯১৭ সালে এবং শেষখন্ড ১৯৩৩ সালে।
- প্রথম খণ্ডে বালক শ্রীকান্তের নানা অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে।
- এই খণ্ডে উল্লেখযোগ্য উক্তি হলো : ‘বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।’
- এই খণ্ডে উল্লেখযোগ্য চরিত্র হলো : শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অন্নদাদিদি, রাজলক্ষ্মী
- দ্বিতীয় খণ্ডে চরিত্র হলো : অভয়া, রোহিণী, গুরুদেব
- তৃতীয় খণ্ডে চরিত্র হলো : যদুনাথ, সুনন্দা, কুশারী
- চতুর্থ খণ্ডে চরিত্র হলো : ঠাকুর্দা, পুঁটু, গহর, কমললতা
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও শ্রীকান্ত উপন্যাস।