সঠিক উত্তর হচ্ছে: উপন্যাস
ব্যাখ্যা: সৈয়দ শামসুল হকের উপন্যাসগুলো হলঃ নিষিদ্ধ লোবান, নীলদর্শন, খেলারাম খেলে যা, সীমানা ছাড়িয়ে। আনন্দের মৃত্যু তার রচিত গল্প।পরানের গহীন ভিতর ও কাননে কাননে তোমারই সন্ধানে তার কাব্য। এদিকে, পায়ের আওয়াজ পাওয়া যায়, নূরলদীনের সারাজীবন, গণনায়ক ও ঈর্ষা তার রচিত নাটক। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]