সঠিক উত্তর হচ্ছে: সম্ + ধান
ব্যাখ্যা: কতকগুলি ব্যঞ্জনসন্ধি সূত্র অনুসারে হয় না। এই রূপ সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। নিচের সন্ধিগুলি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ।\n\n\nহরি+চন্দ্র = হরিশ্চন্দ্র\nপতৎ+অঞ্জলি = পতঞ্জলি\nবন+পতি = বনস্পতি\nসম + ধান = সন্ধান\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেনী বাংলা ব্যাকরণ]