সঠিক উত্তর হচ্ছে: মুনীর চৌধুরী
ব্যাখ্যা: মুনীর চৌধুরী বাংলা ভাষার অর্জন সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন, \'\'আমার মাতৃভাষা তিব্বতের গুহাচারী, মনসার দর্পচূর্ণকারী, আরাকানের রাজসভার মণিময় অলঙ্কার, বরেন্দ্রভূমির উদাস আহ্বান, মাইকেল-রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম আমার মাতৃভাষা। আমার মাতৃভাষা বাংলা ভাষা।\'\' উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।