সঠিক উত্তর হচ্ছে: কর্মে সপ্তমী
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে \'পাঠে\' শব্দটি দ্বারা বিশেষ বিষয়ে বা বিশেষ কাজে শিশুগণ দেয় বুঝাতে বৈষয়িক অধিকরণ ব্যবহৃত হয়েছে। এছাড়া ক্রিয়ার সাথে কোথায়/ কখন/ কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অধিকরণ কারক। যেমন: শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। শিশুগণ কিসে মন দেয়? এ প্রশ্ন করলেই পাই \'পাঠে\' । এই কারকে সপ্তমী বিভক্তি তথা এ, য়, তে, এতে যুক্ত হয়।