সঠিক উত্তর হচ্ছে: F
ব্যাখ্যা: বামদিক থেকে শুরু হয়ে ডানদিকে যাওয়ার পর আবার বামদিকে ফিরে গেলে বিয়োগ হয়। কারণ প্রথম থেকে ১১ তম বর্ণে গিয়ে আবার বামদিকে ৫ম বর্ণে ফিরে আসতে । তাহলে মোটের উপর যেতে হবে, ১১-৫=৬ম বর্ণটি। তাহলে ইংরেজি বর্ণমালার বামদিক থেকে ৬ম বর্ণটি হলো, F ।