সঠিক উত্তর হচ্ছে: ক্লোরোফর্ম
ব্যাখ্যা: একটি কার্বন পরমাণুর সঙ্গে তিনটি ক্লোরিন পরমাণু ও একটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে ক্লোরোফরম অনু গঠন করে।ক্লোরোফর্মের সংকেত হলো CHCl3\nপরীক্ষাগারে জলযুক্ত ইথাইল অ্যালকোহল বা অ্যাসিটোনের সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে পাতিত করলে ক্লোরোফর্ম উৎপন্ন হয়।\nব্যবহারঃ\n১. শল্য চিকিৎসায় চেতনানাশকরূপে বিশুদ্ধ ক্লোরোফরম ব্যবহার করা হয়।
\n২. জীববিদ্যায় পচনশীল জৈব পদার্থের নমুনা (উদ্ভিদ ও প্রাণী) সংরক্ষণের ক্লোরোফরম ব্যবহার করা হয়।
\n৩. তেল, চর্বি, মোম, রজন, রবার প্রভৃতি কতগুলি জৈব যৌগের দ্রাবক রূপে ক্লোরোফরম ব্যবহার করা হয়।
\n৪. পরীক্ষাগারে বিকারক রূপে ব্যবহার করা হয়।
\n৫. ওষুধ প্রস্তুতিতে ক্লোরোফরম ব্যবহার করা হয়।
\n৬. কাপড় পরিষ্কার করার ড্রাইওয়াশে ক্লোরোফরম ব্যবহার করা হয়।