সঠিক উত্তর হচ্ছে: পথের দাবী
ব্যাখ্যা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো পথের দাবী যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। বড়দিদি (১৯১৩) তার প্রথম উপন্যাস। চার খণ্ডের শ্রীকান্ত তার আত্মজৈবনিক উপন্যাস। প্রথাবর্হিভূত সম্পর্ক বিষয়ক উপন্যাস হলো চরিত্রহীন। গৃহদাহ ত্রিভূজ প্রেমের উপন্যাস। দেনা পাওনা বাংলার নারীদের প্রতি অবিচার ও পণপ্রথা নিয়ে রচিত।