সঠিক উত্তর হচ্ছে: নবীনচন্দ্র সেন
ব্যাখ্যা: রৈবতক\', \'কুরুক্ষেত্র\', \'প্রভাস\' - এই ত্রয়ী মহাকাব্য নবীনচন্দ্র সেনের রচিত। কৃষ্ণকে নিয়ে রচিত \'রৈবতক\' এ কৃষ্ণের আদি, \'কুরুক্ষেত্র\' এ মধ্য, \'প্রভাস\' এ অন্তলীলার কাহিনি বর্ণিত হয়েছে।[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]