সঠিক উত্তর হচ্ছে: এবার মাছ ধরা যাক
ব্যাখ্যা: যে বাচ্যে ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে বা ক্রিয়ার ভাব ই প্রধান ভাবে বোঝায়, তাকে বলা হয় ভাববাচ্য। এখানে ক্রিয়া বিশেষ্য রূপ গ্রহণ করে বাক্যের কর্তা রূপ লাভ করে এবং অর্থের দিক থেকে প্রাধাণ্যপ্রাপ্ত হয়।
\nযেমন -
\n ১. তার কখন যাওয়া হবে?
\n২. কুবের কে আসতে হবে।
\n৩. এবার মাছ ধরা যাক।
\nভাববাচ্যের বৈশিষ্ট্য:
\n১. কর্তায় র , রে, এর, কে বিভক্তি যুক্ত হয়।
\n২. কর্তা উহ্য থাকতে পারে।
\n৩. ক্রিয়া সাধারণত যৌগিক হয় আর সমাপিকা ক্রিয়া সাধারণত হ্ ধাতুর হয়।
\n৪. কর্মপদ নেই, থাকলেও তা ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়।