সঠিক উত্তর হচ্ছে: ১৭
ব্যাখ্যা: ? মোট মার্বেলের সংখ্যা ২+৩+৫+৮ = ১৮টি এর মধ্যে সবথেকে কম মার্বেলের সংখ্যা থেকে ১টি মার্বেল নিয়ে বাকী সবগুলো মার্বেল নেয়ার পর নিশ্চিতভাবে বলা সম্ভব হবে যে প্রতি রংয়ের একটি করে মার্বেল পাওয়া যাবে।
\n? সুতরাং মার্বেল নিতে হবে ৮+৫+৩+১ = ১৭টি। ( কেননা ১৬টি মার্বেল নেয়ার পর ও নিশ্চিত হওয়া সম্ভব নয়)
\n? অন্তত একটি মার্বেল বা বল পেতে হলে = সবথেকে কম মার্বেল থেকে ১টি মার্বেল + অন্য সবগুলো মার্বেল নিতে হবে।