সঠিক উত্তর হচ্ছে: সিরাজগঞ্জ
ব্যাখ্যা: বাথান হলো বিস্তৃত তৃণাচ্ছাদিত ভূমি যেখানে গবাদি পশুর পাল উন্মুক্তভাবে চরে ঘাস খায় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানেই থাকে। অতীতে দেশের সর্বত্রই বাথান ভূমির উপস্থিতি থাকলেও বর্তমানে চলনবিল সংলগ্ন সিরাজগঞ্জের শাহজাদপুর, নাটোর ও পাবনা, হাওরাঞ্চল এবং নতুন জেগে উঠা চরাঞ্চলে অস্থায়ী বাথান ভূমি দেথতে পাওয়া যায়।
(সূত্র: সিরাজগঞ্জ জেলা ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া)