নিচের অপশন গুলা দেখুন
- চর্যাপদ
- লাইলি মজনু
- শূন্যপুরাণ
- শ্রীকৃষ্ণকীর্তন
মধ্যযুগের প্রথম নিদর্শন ও বাংলা সাহিত্যের প্রথম এককগ্রন্থ শ্রীকৃষ্ণকীর্তন।
- এটির রচয়িতা বড়ু চন্ডীদাস
- গ্রন্থটি ১৯০৯ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়।
- ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়।
এই কাব্যের প্রধান চরিত্র ৩ টি।
যথা :
- রাধা
- কৃষ্ণ
- বড়ায়ি
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর