সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা: বাংলাদেশে সব্যসাচী লেখক বলা হয় সৈয়দ শামসুল হককে। বাংলা সাহিত্যের সব শাখায় তার অবাধ বিচরণ রয়েছে।\n\nতার রচিত গ্রন্থ : তাস ( গল্প), নিষিদ্ধ লোবান,
\n\nসীমানা ছাড়িয়ে,
\n\nনীল দংশন ( উপন্যাস),
\n\nপায়ের আওয়াজ পাওয়া যায়,
\n\nনূরলদীনের সারা জীবন ( নাটক),
\n\nহৃৎ কলমের টানে ( প্রবন্ধ)।