সঠিক উত্তর হচ্ছে: গাঢ় নীল
ব্যাখ্যা: অতিবেগুনি রশ্মির বিকিরণে বায়ুমণ্ডলের উচ্চ স্তরে অক্সিজেনের অণু ভেঙে গেলে ওজোন গ্যাস তৈরি হয়। যদি একটি মুক্ত অক্সিজেন পরমাণু (O) একটি অক্সিজেন অণুর (O2) সঙ্গে মিলিত হয় তা হলে তিনটি অক্সিজেন পরমাণু মিলে একটি ওজোনের অণু (O3) গঠিত হয়। ওজোন অথবা ট্রাইঅক্সিজেন একটি অজৈব অণু যার রাসায়নিক সংকেত O3 । এটি অক্সিজেনের একটি সক্রিয় রূপভেদ। এর বর্ণ গাঢ় নীল।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী রসায়ন বিজ্ঞান]