সঠিক উত্তর হচ্ছে: প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা: তিরিশোত্তর আধুনিক সাহিত্য আন্দোলনের স্থপতিদের অন্যতম প্রখ্যাত কবি, সাহিত্যিক ও সাংবাদিক প্রেমেন্দ্র মিত্র ছিলেন \"কল্লোল\" গোষ্ঠীর লেখক। পরা-বাস্তবভিত্তিক গণমানুষের প্রতি সংবেদনশীল যে সাহিত্যধারা কল্লোলগোষ্ঠী সৃষ্টি করতে চেয়েছিলেন তার প্রতিফলন ঘটেছে প্রেমেন্দ্র মিত্রের কাব্য ও গল্প উপন্যাসে। তাঁর রচিত উপন্যাস হলঃ পাঁক, কুয়াশা, মিছিল, উপনয়ন, আগামীকাল, প্রতিশোধ, প্রতিধ্বনি ফেরে, মনুদ্বাদশ ইত্যাদি।[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]