সঠিক উত্তর হচ্ছে: কৃষ্ণকুমারী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্যাজেডি নাটক-- মাইকেল মধুসূদন দত্ত রচিত \'\'কৃষ্ণকুমারী\'\'। এটি প্রকাশিত হয় ১৮৬১ সালে। নাটকটির কাহিনী নেয়া হয়েছে উইলিয়াম টডের \'\'রাজস্থান\'\' নামক গ্রন্থ থেকে। ইতিহাসের কাহিনী অবলম্বনে লিখিত এটিই প্রথম বাংলা নাটক।