ব্যাখ্যা: যে বিশেষ্য দ্বারা কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশেষ্য বলে। ধাতুর পর \'আই\' প্রত্যয় যুক্ত হয়ে ভাববাচক বিশেষ্য গঠিত হয়। \nযেমন -বড়+আই= বড়াই [ তথ্যসত্রঃ নবম- দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।