সঠিক উত্তর হচ্ছে: আব্দুল হাকিম
ব্যাখ্যা: নূরনামা\' কাব্যগ্রন্থটি রচনা করেন সপ্তদশ শতকের মুসলিম কবি আব্দুল হাকিম। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ - ইউসুফ জোলেখা, দুররে মজলিস, লালমোতি সয়ফুলমুলক, হানিফার লড়াই। মাতৃভাষার প্রতি তাঁর অপার ও অপরিসীম প্রেম। বঙ্গবাণী আব্দুল হাকিম রচিত বিখ্যাত কবিতা। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]