সঠিক উত্তর হচ্ছে: EPROM
ব্যাখ্যা: যে সব স্থায়ী স্মৃতি প্রোগ্রাম করা যায় এবং প্রয়োজনে মুছে ফেলা যায় তাকেই EPROM (Erasable Programmable Read Only Memory) বলে। কোন কোন ক্ষেত্রে একবার প্রোগ্রাম করার পর তা আর মোছা যায় না। সে ক্ষেত্রে ইপিরম থেকে প্রোগ্রাম মুছে ফেলার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়।