সঠিক উত্তর হচ্ছে: ডেটাবেস সফটওয়্যার
ব্যাখ্যা: ডাটাবেজ সফটওয়্যার সাধারণত বিভিন্ন ডাটা বা উপাত্তের ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়। এ ধরনের সফটওয়্যারের সাহায্যে অনুক্রমিত তথ্যসমূহ খুব সহজে প্রক্রিয়াকরণ করা যায়। যেমন - ডিবেস, ফক্সপ্রাে, এক্সেস, ওরাকল, ভিজুয়াল বেসিক ইত্যাদি হলাে ডাটাবেজ সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে ডাটা বা উপাত্তসমূহের কাজ খুব সহজে ও সূচারুরূপে সম্পাদন করা যায়। ওরাকল একটি ডাটাবেজ সফটওয়্যার।