সঠিক উত্তর হচ্ছে: ক্ষুধা+ঋত
ব্যাখ্যা: “ক্ষুধার্ত” শব্দের সন্ধি বিচ্ছেদ ক্ষুধা + ঋত।\n\nঅ/আ এরপরে ঋ কার থাকলে উভয়ে মিলে অর হয় এবং তা ‘অ/আ’-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।\n\nযেমন:\n\nদেব+ঋষি = দেবর্ষি,\n\nঅধম +ঋণ = অধমর্ণ,\n\nউত্তম+ঋণ = উত্তমর্ণ,\n\nমহা+ঋষি = মহর্ষি,\n\nরাজা+ঋষি = রাজর্ষি।