সঠিক উত্তর হচ্ছে: নবনূর
ব্যাখ্যা: বেগম রোকেয়া বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা ও মুসলিম নারী জাগরণের অগ্রদূত। তার প্রথম গল্প \"পিপাসা\" নবনূর পত্রিকায় প্রকাশিত হয়। তার উপন্যাস দুটিঃ পদ্মরাগ ও Sultana\'s Dream. এদিকে, তার গদ্যগ্রন্থসমূহ হলঃ মতিচূর ও অবরোধবাসিনী। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]