সঠিক উত্তর হচ্ছে: ঘরে বাইরে
ব্যাখ্যা: ঘরে বাইরে (১৯১৬) হলো চলিত ভাষায় লিখিত রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। চতুরঙ্গ, গোরা ও বৌ-ঠাকুরাণীর হাট সাধু ভাষায় লিখিত। এর মধ্যে চতুরঙ্গ সাধু ভাষায় লিখিত তার সর্বেশষ উপন্যাস। বৌ-ঠাকুরাণীর হাট তার প্রকাশিত প্রথম উপন্যাস। তবে প্রথম লিখিত উপন্যাস হলো করুণা। ১৯১৪ সালে সবুজপত্র পত্রিকা প্রকাশের মাধ্যমে বাংলা ভাষায় চলিত ভাষারীতি প্রবর্তনের প্রচেষ্টা শুরু হয়। এর প্রধান উদ্যোক্তা ছিলেন প্রমথ চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুর এর সমর্থক ছিলেন। তাই ১৯১৬ সালের পরে তার লেখাগুলোতে চলিত ভাষারীতি ব্যবহার করেন। (সূত্রঃ Hello BCS লেকচার)