সঠিক উত্তর হচ্ছে: ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা: অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি। তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি অন্নদামঙ্গল কাব্য রচনা করেন। রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন। অন্নদামঙ্গল কাব্যের চরিত্র হলো - মানসিংহ, ভবানন্দ, বিদ্যা, সুন্দর, মালিনী। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]