নিচের অপশন গুলা দেখুন
- মুর্শিদাবাদ
- সিরাজনগর
- আলীনগর
- আহমেদাবাদ
১৭৫৬ সালে নবাব সিরাজদৌলা কাসিমপুর বাজার দুর্গ ও কলকাতায় অবস্থিত - ফোর্ট উইলিয়াম দখল করে ইংরেজদের বিতারিত করেন। ইংরেজরা কলকাতা ত্যাগ করে \'ফুলতা\' নামক স্থানে চলে যায়।
নবাব কলকাতাকে মানিক চাঁদের দায়িত্বে রেখে মুর্শিদাবাদ ফিরে আসেন। তিনি তার নানা নবাব আলীবর্দী খানের নামানুসারে কলকাতার নাম করেন - আলীনগর।
পরবর্তীতে, লর্ড ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে এবং মানিক চাঁদের বিশ্বাসঘাতকতায় ইংরেজরা কলকাতা পুনরায় দখল করে নেয়। নবাব আবার কলকাতা আক্রমণ করেন; কিন্তু দ্বিতীয় দফায় তিনি কলকাতা পুনরুদ্ধার করতে পারেননি। পরে ইংরেজদের সাথে সন্ধি করেছিলেন।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ইতিহাস (২য় বর্ষ) বই (উন্মুক্ত)।