নিচের অপশন গুলা দেখুন
- ১৯১২
- ১৯২২
- ১৯২৯
- ১৯৪৯
➣ ১৯১২ সালের ১ জানুয়ারি, সান ইয়াত-সেন রাজতন্ত্রের বিলোপের মাধ্যমে চীনকে প্রজাতন্ত্র ঘোষনা করেন এবং Republic of China প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে আধুনিক চীনের যাত্রা শুরু হয়। সান ইয়াত-সেন চীনের প্রথম প্রেসিডেন্ট এবং পরে প্রথম প্রধানমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন।
➣ ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন (People\'s Republic of China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়। মাও-সেতুং -কে গণচীনের জনক বলা হয়। তিনি চীনে এক দলের শাসন শুরু করেন যা বর্তমানে চলমান রয়েছে। ১৯৪৯ সালে সংগঠিত বিপ্লবের সময় হওয়া যুদ্ধকে চীনের গৃহযুদ্ধো বলা হয়। চীনের বর্তমান সংবিধান - ৪ ডিসেম্বর, ১৯৮২ সালে গৃহীত হয়।
উৎসঃ HelloBCS content (upcoming)