সঠিক উত্তর হচ্ছে: ড. নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা: বিশ শতকের মেয়ে\' - উপন্যাসটির রচয়িতা ডঃ নীলিমা ইব্রাহিম ।\nতাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো - এক পথ দুই বাঁক, কেয়া - বন সঞ্চারিণী ও বহ্নিবলয়।রোকিয়া সাখাওয়াত হোসেন রচিত উল্লেখযোগ্য উপন্যাস \'পদ্মরাগ \'।সেলিনা হোসেন রচিত উল্লেখযোগ্য উপন্যাস ;জলোচ্ছ্বাস , হাঙ্গর নদী গ্রেনেড পোকামাকড়ের ঘরবসতি।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড.সৌমিত্র শেখর]