সঠিক উত্তর হচ্ছে: উত্তর-পূর্ব
ব্যাখ্যা: সাধারণত ঘড়ির উপরের দিক উত্ত, নিচের দিক দক্ষিণ,ডান পূর্ব আর বাম পশ্চিম। এই হিসেবে ৪ঃ৩০ এর সময় ঘড়ির মিনিটের কাঁটা ৬ এর বরাবর অর্থাৎ সরাসরি দক্ষিণ দিকে আর ঘন্টার কাঁটা ৪ এর বরাবর অর্থাৎ দক্ষিণ-পূর্বে থাকবে।কিন্তু এখানে বলে দিয়েছে যে মিনিটের কাঁটা পূর্বে(৬ এর বরাবর দিককে এখানে দক্ষিণ এর জায়গায় পূর্ব বলেছে যার কারণে পূর্ব দিক উত্তর দিকে পরিণত হয়েছে। তাই শর্তানুযায়ী বলা যায় ঘন্টার কাঁটাবউত্তর-পূর্বে অবস্থান করবে। ঘড়িতে ৪ঃ৩০ দেখানোর অর্থ হলো ঘন্টার কাঁটা থাকবে ৪ এর উপর আর মিনিটের কাঁটা ৬ এর উপর। এর অর্থাৎ মিনিটের কাঁটা দক্ষিণে থাকবে আর ঘন্টার কাঁটা থাকবে দক্ষিণ-পশ্চিমে।