সঠিক উত্তর হচ্ছে: ইনফরমিক্স (Informix)
ব্যাখ্যা: ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম ডাটা তৈরি, অ্যাকসেস এবং তা রক্ষণাবেক্ষণের যাবতীয় কার্যাবলি সম্পাদন করে থাকে। বর্তমানে অনেক ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার কম্পিউটারে ব্যবহার করা হয়। এদের মধ্যে উল্লেখযােগ্য কয়েকটি হলাে- মাইক্রোসফট অ্যাকসেস (Microsoft Access), ইনফরমিক্স (Informix), মাইক্রোসফট এসকিউএল সার্ভার (Microsoft SQL Server), ফাইল মেকার (File Maker), ওরাকল (Oracle)[তথ্যসূত্র : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান]